আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হায়েনার দল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল : এমপি গাজী

বাংলাদেশকে মিনি পাকিস্তান

বাংলাদেশকে মিনি পাকিস্তান

সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ আগস্ট কাঞ্চন পৌরসভার ৯ টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, হায়েনার দল বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে যে রাতে হত্যা করা হয় সেদিন ছিলো পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিন। আর সেদিন দেশীয়ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কিছু বিপদগামী ক্ষমতা লোভী সেনাসদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম রাখে পাকিস্তান ভাবধারায় রেডিও বাংলাদেশ। স্বাধীনতা বিরোধীর নাগরিকত্ব পায়। দেশে জঙ্গীবাদের উত্থান হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধে চেতনা রক্ষা করে।

তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

কাঞ্চন বাসির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, কাঞ্চন পৌর সভায় কোন মাটির রাস্তা থাকবে না। মায়ার বাড়ির রাস্তা ৩০ ফুট চওড়া হবে। এখানকার ছেলে মেয়েরা বাসে চরে স্কুলে কলেজে যেতে পারবে। এখানকার ৭০ বিঘা সেনাবাহিনী নৌবাহিনী নিতে আসছিলো আমি তা দেই নাই। ডিসি সাহেবের কাছে আমি আবেদন জানাই আমাদের মাঠ নাই আমাদের মাঠ বানিয়ে দিতে হবে। ডিসি সাহেব আপনাদের মাঠের জন্য ২২ বিঘা জমি দিয়েছে। আমরা এখানে দুইটা মাঠ বানাব। আপনাদের স্কুল কলেজের নতুন ভবণ নির্মাণ করে দিয়েছি। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজনের জন্য কাঞ্চন পৌর সভার আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।গাজী

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল, আওয়ামীলীগ সদস্য এমায়েত হোসেন,

আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মতি আকন্দ,আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আজমত আলী, তাবিবুল কাদির তমাল, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ

সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নারী নেত্রী শীলা রাণী পাল, কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক,রূপগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশন সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন,

রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতাসহ
কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।