আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে এবং টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিউজিল্যান্ডে উড়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের আট ক্রিকেটার। ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। বিপিএল ফাইনালের পর দিন যাবেন বাকিরা।

নিউজিল্যান্ড সফরে টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবে। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি।

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি (ওয়ানডে সিরিজ)
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা

নিউজিল্যান্ড সফরের সূচি (টেস্ট সিরিজ)
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা