আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জুনিয়র টাইগারদের মন্ত্রী গাজীর অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ  অনূর্ধ্ব-১৯ দল বা জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এক অভিনন্দন বার্তায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ পিছিয়ে নেই। এই বিশ্ব চ্যাম্পিয়ন যুবকরাই একদিন বিশ্বকাপ জয় করবে। বঙ্গবন্ধুর কন্যা  শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলায় বিপ্লব ঘটেছে । আমি ( গাজী) রূপগঞ্জবাসীর পক্ষ থেকে অনূর্ধ্ব-১৯ দল এবং টিম ম্যানেজমেন্টকে  অভিনন্দন  জানাই।