ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে আঘাতকারী চক্র সক্রিয়। এখনও তারা ছলে-বলে ষড়যন্ত্র করছে। এরা চিহ্নিত হয়েছে। মহান একুশে ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এদের বিরুদ্ধে জাগ্রত করতে হবে। তা হলেই আমাদের জাতিসত্তার অস্তিত্ব সুদৃঢ় হবে। তিনি ২৬ ফেব্রুয়ারী বিকেলে কদমতলীস্থ হোটেল প্রিন্স সম্মুখ চত্বরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদরঘাট থানা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান বক্তার ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদতক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ভাষার অধিকার জন্মগত। আমরা যখন মানুষের ৫টি মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, ও বস্ত্র দিয়ে শান্তি ও প্রগতিকে প্রতিষ্ঠিত করতে পারবো। এই লক্ষ্য অর্জিত হলে বাংলাদেশ জঙ্গিবাদমুক্ত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমূল চৌধুরী। সদরঘাট থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশালের সভাপতিত্বে ও বেলাল নূরীর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ, সদরঘাট থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ইবনে আহমেদ, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আওরঙ্গজেব প্রিন্স, ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা মো. নুরুল আবছার, শাহীন সরোয়ার, জসিমুল হুদা, মো. শওকত, সামশুল হুদা মিন্টু, মাকসুদুল আলম, ফয়সাল অভি, এস.এম ইকবাল, গোলাম মোস্তফা প্রমুখ।