নগরীতে বসতঘরের আগুনে নারী মৃত্যু হয়েছে
.
ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথায় আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শামসুন্নাহার। আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশনের কমর্র্কতা সরোয়ার জাহান পাঠক ডট নিউজকে বলেন, দুপুর সোয়া একটায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ৩টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।