আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান সরকার ৫ বছরে যে উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি: খোকা

বর্তমান সরকার ৫ বছরে যে উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি

বর্তমান সরকার ৫ বছরে যে উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘বর্তমান সরকারকে কেউ কেউ বিনা ভোটের সরকার বলে। কিন্তু এই সরকার ৫ বছরে সারাদেশে যে উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি। দেশের সংখ্যালধুরা এখন শান্তিতে বসবাস করছে। কোথাও কোন ধর্মীয় সংঘাতের খবর পাওয়া যায় না। এটা মহাজোট সরকারের কৃতিত্ব।

তাই আগামী দিনেও শান্তিময় পরিবেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট সরকারকে বিজয়ী করতে হবে।’ ১৩ অক্টোবর শনিবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে উপজেলার ৩৩টি পূজামন্ডপে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে এসময় এমপি খোকা আরো বলেন, আমি সোনারগাঁকে একটি পরিবারের মত মনে করি। এই পরিবারে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। সংসদ সদস্য হিসেবে আমি যখন যতটুকু পেরেছি সবাইকেই সহযোগিতা করেছি। কারণ মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি, আল্লাহ আমাকে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের খেদমতের জন্য সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই দায়িত্ব পালনে আমার কোন গাফলতি ছিলো না। তবে মানুষ হিসেবে যদি আমার কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমাকে জানাবেন। যারা আমার ভুল সংশোধন করে দেয় আমি তাদেরকে সাধুবাদ জানাই।

এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা প্রতি বছর আমাদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে যথেষ্ঠ সহায়তা করে আসছেন। তিনি এমপি হওয়ার পর আমাদের পূজামন্ডপের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা আশাকরি আগামী নির্বাচনেও এই বড় মনের মানুষটিই মহাজোটের প্রার্থী হবেন। আমরা তাকে পুনরায় এমপি হিসেবে পেতে চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া রুপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, ইউআরসি ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল প্রমুখ।
এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলার ৩৩টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।