আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরপা এবং মৈকুলিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এবং বরপা এলাকার দুই গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে  ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি সংবাদচর্চাকে জানান, বরপা এবং মৈকুলি দুই গ্রামের অবৈধ মেইন গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মোট ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে তৃপ্তি বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে । সরকারি কাজে বাধা দেয়ার জন্য এক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী নিপেন্দ্রনাথ বিশ্বাস, রিফাত আব্দুল্লাহ, নিলাম্বর কুমার সরকার, মুস্তাফিজুর রহমান, প্রদীপ বিশ্বাসসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য।

জানা গেছে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, (১) সালাউদ্দিন (২) লেবু মিয়া (৩) আরিফ (৪) মুছা ।

এছাড়া সরকারী কর্মকর্তাকে সরকারী কাজ সম্পাদনে বাঁধা প্রদান করায় মোঃ রিপন কে ১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।