আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরের ওসি রফিক সোনারগাঁয়ে

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জে বন্দর ও সোনারগাঁও থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগে বন্দর থানার ওসি রফিকুল ইসলামকে সোনারগাঁয়ের ওসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বন্দর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন ফখরুদ্দিন ভূঁইয়া।

বুধবার ৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে তাদের এই দায়িত্ব দেয়া হয়। বন্দর থানায় নিয়োগপ্রাপ্ত নতুন ওসি ফখরুদ্দিন ভূঁইয়া এর আগে নরসিংদীর বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম যোগদানের পর প্রথমবারের মত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পরিবর্তন এসেছে। এর আগে পুলিশ পরিদর্শকসহ অন্যান্য পদে ব্যাপক রদবদল হলেও থানার শীর্ষ কর্মকর্তা পদে বদলি ছিল না।