আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ৫ শ ক্যান বিয়ারসহ প্রাইভেট কার আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ৫শ ২৮ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার আটক করেছে। তবে প্রাইভেট কারের চালক ও বিয়ার পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়। ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মদনপুরের ইউনিক মার্বেল কারখানার সামনে এই বিয়ার উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, কুমিল্লা থেকে একটি সাদা রংয়ের (ঢাকা-মেট্রো-গ-১২-২৬২৭) প্রাইভেট কার যোগে বিপুল পরিমান মাদক আসার গোপন সংবাদ পেয়ে মদনপুর বাস স্ট্যান্ডে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করাকালে প্রাইভেট কারটি পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে বিয়ারের মালিক ও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি তল্লাশী করে ৫শ’ ২৮ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার ও গাড়িটি আটক করে নিয়ে নিয়ে আসা হয়।