আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

বন্দরে স্ত্রীর যৌতুক

বন্দরে স্ত্রীর যৌতুক

বন্দর প্রতিনিধি:
২ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ শারমিন (১৯)কে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে নির্যাতিত গৃহবধূর পিতা জামাল হোসেন বাদী হয়ে মহিলাসহ ৫ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ মামলা দায়েরের ওই রাতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামী পারভেজ মোশারফ (২৫)কে গ্রেপ্তার করলেও বাকিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। যার মামলা নং ৮০(৩)১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(গ)/৩০।

নির্যাতিত গৃহবধূ সূত্রে জানা গেছে, ১৪ মাস পূর্বে বন্দর লেজারার্স এলাকার জামাল হোসেনের মেয়ে শারমিন আক্তার সাথে একই থানার নবীগঞ্জ বাজার এলাকার মোঃ হোসেনের ছেলে পারভেজ মোশারফের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী পারভেজ ও তার বড় বোন সালমা আক্তার চুমকি তাদের পিতা মোঃ হোসেন একই এলাকার মনির হোসেন মিয়ার স্ত্রী সনিয়া আক্তার ও মনির হোসেন প্রায় সময় শারমিনের পরিবারের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। দাবিকৃত যৌতুক না পেয়ে ২৭ মার্চ মঙ্গলবার রাতে উল্লেখিত যৌতুকলোভীরা শারমিনকে বেদম পিটিয়ে আহত করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত যৌতুক লাভী স্বামীকে ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।