আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

বন্দরে স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ জানালে শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের বক্তারকান্দি এলাকায় প্রকাশ্যে রাস্তার উপর শাহীনের উপর হামলা চালানো হয়। স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যান শাহীন।

এ ঘটনায় শুক্রবার বিকালেই আহত শাহীনের স্ত্রী ববি আক্তার বাদী হয়ে আমজাদ ওরফে বল্টু আমজাদ (৪৭), আমজাদের ছোট ছেলে আপন (১৮), বড় ছেলে হৃদয় (২৫), শফিক (৩৫), আমজাদের বড় ভাই মনির ওরফে টুন্ডা মনিরকে (৫২) আসামি করে একটি মামলা দায়ের করেছে। যার নং ৫৮/৪০৮।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে স্থানীয় আমজাদ। এতে প্রতিবাদ করে শাহীন। এ সময় আমজাদ, তার ছেলে আপন, হৃদয়, ভাতিজা আকাশ এবং আমজাদের বড় ভাই মনির ওরফে টুন্ডা মনিরকে ফোনে অস্ত্রশস্ত্র নিয়ে আসতে বললে তারা এসেই হামলা শুরু করে।

স্থানীয় একটি সূত্র জানায়, হামলাকারীরা এর আগেও শাহীনের স্ত্রী ববিকে উত্যক্ত করেছে একাধিকবার। এ ব্যাপারে মামলাও চলমান রয়েছে। আমজাদের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শাহীনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উলেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।