আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে সেনাবাহিনী ব্যাপক প্রচারণা

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছে সেনাবাহিনীর এক টিম। ৩০ মার্চ (সোমবার) বিকেলে বন্দর ১নং খেয়াঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারনা চালান তারা । এসময় তারা জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সবাইকে ঘরে থাকার নির্দেশ দেন।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে। জনগনকে সচেতন করার জন্য ইতোমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে। করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার জন্য জনগনকে পরার্মশ দেন তারা। সেনাবাহিনী কর্মকর্তারা বন্দর বাসীকে জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়েছে। কেউ যদি এ র্নিদেশনা না মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।