আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে শিশুকে যৌন নির্যাতনে মামলা

১০ বছরের মেয়ে শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে আ. মালেক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বন্দর উপজেলার একরামপুর এলাকার একটি বাসা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এর আগে যৌন নির্যাতনের শিকার শিশুটির বোন বাদী হয়ে শনিবার বন্দর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি জানান, শিশুকে যৌন নির্যাতর অভিযোগে এক তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে।

মামলায় বলা হয়, ১০ বছর বয়সী শিশুটি বন্দরে থার বোনের বাড়ীতে বেড়াতে এসেছিল। অনেক দিন থেকেই প্রতিবেশী মালেক শিশুটিকে উত্যাক্ত ও বিরক্ত করছিল। গত শুক্রবার রাত ৮টার দিকে মালেক শিশুটিকে পাশর্^বর্তী একটি তিন তলা বাড়ীর ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে।

(সংবাদচর্চা/১৯জুন/এমএল)