আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে।  শনিবার সকালে থানার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন কল্যান্দী গ্রামের নূর ইসলাম মিয়ার পুত্র আয়নাল হক(৪০) আয়নাল হকের স্ত্রী শিল্পী(৩৫) ও শাশুড়ী(৫৫)। আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আহক আয়নাল হক বাদী হয়ে শনিবার দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,কল্যান্দী গ্রামের নূর ইসলাম মিয়ার পুত্র আয়নাল হকের সঙ্গে রূপালী গেইট এলাকার মৃত আবেদ আলীর ছেলে আলাউদ্দিন গংয়ের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় আলাউদ্দিন,তার স্ত্রী কুলসুম,কল্যান্দী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী,মোহাম্মদ আলীর স্ত্রী মালেকা মাধবপাশা এলাকার যুবরাজ,তার স্ত্রী নাজমা,বালুচর গ্রামের ইসমাঈল,ইসমাঈলের স্ত্রী আসমাসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শনিবার সকাল ১০টায় আয়নাল হকের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। আলাউদ্দিন গং ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

সর্বশেষ সংবাদ