নিজস্ব প্রতিনিধি: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে থানায় দায়ের হয়েছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে গৃহবধূ ডালিয়া বেগম বাদী হয়ে স্বামী, ননদ ও শ্বশুর সহ ৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
জানা গেছে, পুরান বন্দর মোল্লাবাড়ী এলাকার ইলিয়াছ হোসেনের মেয়ে ডালিয়া বেগমের সাথে নবীগঞ্জ বাগবাড়ী এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে ইলিয়াছ হোসেনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ইলিয়াছ হোসেন ও তার ভাই মোহাম্মদ হোসেন, ননদ মিতু আক্তার ও তাদের মা জরিনা বেগম প্রায় সময়ে যৌতুকের জন্য গৃহবধূ ডালিয়া বেগমকে নির্যাতন করে আসছে। স্থানীয় ভাবে নির্যাতিত গৃহবধূ বিচার না পেয়ে আদালতে একটি পিটিশন দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নির্যাতিত গৃহবধূ ডালিয়া বেগম।