আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গরুবাহী ট্রাক উদ্ধার

সংবাদচর্চা রিপোর্টঃ

বন্দরে রাতে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গরুবাহী একটি ট্রাক উদ্ধার করেছে টহল পুলিশ। শনিবার দিবাগত রাতে বন্দরের ধামগড় ইউনিয়নের রামনগর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে টহলরত পুলিশ ধামগড় বাজার সংলগ্ন এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। ট্রাকে চারটি গরু পাওয়া গেছে। গাজীপুর থেকে ট্রাকটি এসেছে বলে জানায় পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গরুবাহী ট্রাকটি চুরি কিংবা ছিনতাই করা হয়েছে বলে ধারণা। গরুর মালিক পরিচয়ে একজন থানায় এসেছেন। তার সাথে কথা বলে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।