নিজস্ব প্রতিবেদক: বন্দরে ২১ পিছ ইয়াবাসহ আলমগীর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত ১৫ মার্চ (শনিবার) রাতে বন্দর থানার বাগদোবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আলম মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৩)২০। ধতে মাদক ব্যবসায়ী আলমগী একই এলাকার নূর হোসেন দেওয়ান মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় ১৬ মার্চ (রোববার) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।