আজ বৃহস্পতিবার, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
চলছে বিয়ের আয়োজন। সকল ধরনের বাজার করা শেষ। স্টেজ সাজানো হয়েছে। ইতিমধ্যে দাওয়াতি মেহমান আসা শুরু করছে। বিকেলে গায়ে হলুদে বসবে কনে। শুক্রবার বর এসে কনেকে নিয়ে যাওয়ার কথা থাকলেও ভাগ্যে আর তা হলো না। তখনি সকল আয়োজন নিস্তে যায় পরিবারের। ঠিক ওই মুহুর্তে নারায়নগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় ইউএনও শুক্লা সরকারের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বন্দর ধামগড় ইউনিয়নের নবম শ্রেণীর এক ছাত্রীকে তার পরিবার বাল্য বিবাহ দিচ্ছে এমন সংবাদ পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। সংবাদ পেয়ে তিনি দ্রুত ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করেন। মালামত এলাকার নুরউদ্দিন মিয়ার মেয়ে কল্পনা আক্তার(১৬)’র বিবাহ শুক্রবার। কল্পনা আক্তার বন্দর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

বন্দর ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে আমরা ঘটনাস্তলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় বাল্য বিবাহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং বিবাহ বন্ধ করে দেই। এসময় দামগর ইউনিয়নের ৯ নং ওর্য়াড সদস্য আমজাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আরএইচ/এসএমআ