আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে বজ্রপাতে নিহত ৪ আহত ১

বজ্রপাতে নিহত

বজ্রপাতে নিহত

 

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে আজ সোমবার দুপুরে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে হয়েছেন আরো একজন। নিহতদের মধ্যে রূপগঞ্জের তিনজন এবং সোনারগাঁয়ের একজন। নিহত চারজনের মধ্যে তিনজন হলেন কৃষক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে উপজেলার তারাব পৌরসভার টেটলাব গ্রামের কিশোর ফরহাদ (১৫) একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়। সে মাদাপীরপুর জেলার শিবচর এলাকার জলিল শেখের ছেলে। একই সময়ে ভোলাব ইউনিয়নের টাওড়া গ্রামের নুরুল হকের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৩৪) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন এবং তার সাথে থাকা কামাল মোল্লার ছেলে হাশেম মোল্লা (৪০) আহত হন। পরে আহত হাশেম মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রফিকুন নাহার জানিয়েছেন, বজ্রপাতে আহত হামেশ মোল্লাকে গুরুতর অবস্থায় এলাকাবাসী নিয়ে এলে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় হাশেম মোল্লার মৃত্যু ঘটে।

এদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, একই সময়ে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ওবায়দুল (৩২) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। এসময় তার সাথে থাকা নুরুল ইসলামের ছেলে সাদেক (৩৫) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তিনি আশংকামুক্ত।