সংবাদচর্চা রিপোর্ট:
নানা আয়োজনের মধ্যে দিয়ে রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদের সামনে অবস্থিত জাতির জনকের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আতিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সায়েদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পুরস্কার বিতরণ করেন।