আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু হত্যার তদন্তে দুর্বলতা ছিল : প্রধান বিচারপতি

ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘববোয়ালরা জড়িত থাকলেও তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের আওতায় আনা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রক্তদান কর্মসূচিতে সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, আজ আমাদের ইতিহাসের একটি মর্মান্তিক দিন। বাংলার মানুষ স্বাধীনতার স্থপতিকে শুধু হারায়নি; তার বিশ্বাস, তার ভবিষ্যৎ সবকিছু জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু সেটি সম্ভব হয়নি।

তিনি বলেন, আমি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে পরপর দুই বছর এদিনে রক্তদান কর্মসূচি পালন করেছি। উনার (বঙ্গবন্ধু) যে রক্ত ঝরেছিল, আজ এই রক্তদানের মাধ্যমে; আমাদের বিচারক, কর্মকর্তা-কর্মচারী যারা রক্তের অভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না তাদের সেবার মাধ্যমে তার ঋণের কিছুটা হলেও পরিশোধের প্রয়াসমাত্র’- যোগ করেন সুরেন্দ্র কুমার সিনহা।