আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলী ইয়াবাসহ যুবক গ্রেফতার

র‌্যাব-১১  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. জুয়েল (৩১) কে গ্রেফতার । গ্রেফতারকৃত মো. জুয়েল (৩১) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মৃত আমির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৮টায় ফতুল্লা মডেল থানার বক্তাবলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েলের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১২,১০০ টাকা, ২টি মোবাইল সেট এবং ১টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত জুয়েল তার নিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।