আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্রান্সে দায়িত্ব পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী নয়ন এনকে ফ্রান্সে দলীয় রাজনৈতিক সম্মেলনে এসন বিভাগের কাউন্সিলর অফ ডেভেলপমেন্ট নির্বাচিত করা হয়েছে । শনিবার ২৮ আগস্ট তিনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নয়ন এনকে ফ্রান্সের রাজনৈতিক দল লা ফ্রান্স ইনসোমিজ / La France Insoumise (LFI)র সদস্য এবং ভিনিও–সুর–সাইন / Vigneux Sur Seine উপজিলার দলীয় দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের প্রার্থী ছিলেন এবং উপজেলা নির্বাচনে “Vigneux-Sur-Seine (Vigneux-Sur-Seine Montgeron, Crosne)” উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।