প্রযুক্তি ডেস্ক: নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে চলেছে বিশে^র সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। এমনই এক নতুন ‘ফিচার’ নিয়ে আবারো হাজির হলো তারা।
গ্রাহকদের সময় বাঁচনোর জন্য দ্রুত ভয়েস কমান্ড ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। আর এজন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সাইট টেক ক্রাঞ্চ।
টেক ক্রাঞ্চের এক খবরে বলা হয়েছে, নতুন এই ফিচারটি চালু হলে মেসেঞ্জারের সাহায্যে যোগাযোগ আরো সহজ হবে। ব্যবহারকারীদের কথা লেখা আকারে উঠবে মেসেঞ্জারে। তারপর সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে। মেসেঞ্জারে ভয়েস কমান্ড চালু হলে তা গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী হবে।