আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটপাতে হকার বসবে না

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে নগরীর বঙ্গবন্ধু সড়ক, সমবায় মার্কেট, সায়াম প্লাজাসহ বিভিন্ন বিপনীবিতান ও শপিংলমল গুলোতে টহল জোরদার করেছে র‌্যাব। পাশাপাশি ফুটপাতে কোন হকার দোকান বসিয়ে জটলা সৃষ্টি করতে পারবে না বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সোমবার দুপুরে মার্কেটের আসা ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান করা হয় বলে জানান র‌্যাব-১১ কর্মকর্তা আলেপ উদ্দিন। এ সময় সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের ঝুঁকি থেকে বাঁচতে পরামর্শ দেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, সরকারি বিধি অনুযায়ী মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধিসহ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফুটপাতে হকারদের দোকান থাকলে সামজিক দূরত্ব নিশ্চিত করা যায় না। তাই আমরা হকার ভাইদের অনুরোধ করবো ফুটপাতে দোকানপাট বসাবেন না। আপনারা এই কয়েকটা দিন ফুটপাতে বসবেন না।