আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইনালে হার বাংলাদেশের

সৌম্য সরকার-নাঈশ শেখ এবং নাজমুল শান্তদের ব্যাটিংয়ে দুর্দান্ত খেলে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। বোলিংয়ে সুমন খানরা দুর্দান্ত করেন। ভারত-আফগানিস্তানের মতো দল বাংলাদেশ ইমার্জিং দলের কাছে পাত্তাই পায়নি। অথচ সেই বাংলাদেশ ফাইনালে পাকিস্তানের কাছে হারল ৭৭ রানের বড় ব্যবধানে। এশিয়া কাপের ফাইনালে জাতীয় দল তিনবার এবং অনূর্ধ্ব-১৯ দল হেরেছে একবার। এবার ইমার্জিং দলও ফাইনালে হারের তালিকায় নাম তুলল।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালেও টস ভাগ্য নিজেদের পক্ষে পায় বাংলাদেশ। ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল শান্ত আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু বোলিং কিংবা ফিল্ডিং কিছুই ভালো করতে পারেননি তারা। সেই সুবিধা কাজে লাগিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে পাকিস্তান ইমার্জিং দল।

জবাব দিতে নামা বাংলাদেশ ইমার্জিং দল তেড়ে-ফুড়ে ব্যাটিং করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ২২৪ রানে অলআউট হয়।