নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসকে পুঁজি করে নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেটস্থ ফলপট্টি এলাকার পাইকারী দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে নকল হ্যান্ড ওয়াশ। দোকানে লাইফবয় ও ডেটল হ্যান্ড ওয়াসের সংকট দেখিয়ে নকল হ্যান্ডওয়াশ দ্বিগুন দামে বিক্রির করছেন অসাধু ব্যবসায়িরা।
ভুক্তভোগি চান মিয়া জানায়, ১নং রেলগেট এলাকার একটি দোকান থেকে ১৫০ টাকা দিয়ে ২শ মি.লি মিস্টার ম্যাজিক হ্যান্ড ওয়াস ক্রয় করেন। বাসায় গিয়ে হাত ধোঁয়ার সময় দেখেন তেমন ফেনা উঠছে না। লক্ষ্য করে দেখেন, অন্যান্য হ্যান্ডওয়াশের থেকে অনে পাতলা। যা দিয়ে হাত ধুলে কতটুকো জীবানু মুক্ত হবে সেই প্রশ্ন থেকেই যায়।
সরেজমিনে দেখা যায়, ১ নম্বর রেলগেট এলাকার পাইকারী দোকানে চকির উপরে সাজানো রয়েছে সুন্দর ও অকর্ষণীয় হেন্ডওয়াশের বোতল । যার প্রতি বোতলের দাম ১৫০ থেকে ২শ’ টাকা। কিন্তু এসব হ্যান্ড ওয়াশ কোন কম্পানিতে এটি তৈরী করা হয়েছে বা কবে তৈরী হয়েছে এর মূল্য কত তা কিছুই লেখানেই বোতলের গায়ে। চড়া দামে এসব নকল হেন্ড ওয়াস কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা।