নিজস্ব প্রতিবেদক :ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত অক্টোবরে ৩১ দিনে মোট ১২০টি মামলা রুজু হয়েছে। এছাড়া আত্মহত্যার দায়ে পরিবারের সদস্যরা অপমৃত্যু মামলা দায়ের করেছে ৯টি। ফতুল্লা মডেল থানা পুলিশ বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করেছে। যার মূল্য আনুমানিক ১৯ লাখ ২৪ হাজার ১শ টাকা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপরেশন) মজিবুর রহমান ও থানার সেরেস্তার স্টেটম্যান অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, ফতুল্লা মডেল থানায় আগের তুলনায় অপরাধ প্রবনতা কমে গেছে। ফতুল্লা মডেল থানায় গত অক্টোবর মাসে বিভিন্ন অপরাধে মোট ১২০ টি মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো অস্ত্র মামলা ১টি, পুলিশ আক্রান্ত মামলা ১টি, অপহরণ মামলা ১টি, নারী নির্যাতন ও যৌতুকসহ মামলা ৫টি, গাড়ী চুরিসহ বিভিন্ন ঘটনায় চুরির মামলা ৫টি, মারামারি (আদার সেকশন) মামলা ১৮টি, মাদক মামলা ৮৬টি। মাদক মামলার ৮৬টির মধ্যে র্যাব-১১ এর ১টি মামলা, জেলা ডিবির রুজু ২৫ টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪টি।
পুলিশ আরো জানান, ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯ লাখ ২৪ হাজার ১শ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। তা হলো, ইয়াবা ট্যাবলেট ৫১৫২ পিস, হেরোইন ১৭ দশমিক ৫ গ্রাম, ফেন্সিডিল ২০৫ বোতল, গাঁজা ৮ কেজি ৪৫০ গ্রাম এবং প্যাথেডিন ১০ সিসি উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদক সেবী ও সন্দেহ জন ভাবে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়েছে ৪৮ জনকে। ফতুল্লার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট অভিযান চালিয়ে জি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪৮ জন এবং সি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪৯ জন। এছাড়া বিজ্ঞ আদালতের সাজা প্রাপ্ত পলাতক আসামী খুজেঁ বের করে গ্রেপ্তার করেছে ৪ জন।