আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ৩ মানব পাচারকারী রিমান্ডে

ফতুল্লায় তিন মানব পাচারকারী কে ১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মো. জাহাঙ্গীর আলম পায়েল (৩৫), মো. সাইফ আহম্মেদ (২৭), মো. গোলাম হোসেন সুমন (২৭)। রিমান্ড মঞ্জুর প্রাপ্তরা হলো মোসা. সাথী (২৫) ও মোসা. নাজমা আক্তার (২৫)।

সোমবার (২০ মে) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, ফতুল্লা পাঠানতলী রমিজ উদ্দির এর ৩য় তলা বাসা ভাড়া নিয়ে ডিবি পুলিশের পরিচয়ের প্রভাব বিস্তার করে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (১৭ মে) রাত পৌনে ১২ টার সময় তাদের গ্রেফতার করেন ডিবি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ফুতল্লা থানায় তাদের বিরুদ্ধে একটি মানব পাচার মামলা দায়ের করা হয়। মামলা নং ১৮(৫)১৯।