আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ভুয়া সেনা সদস্য আটক

সংবাদচর্চা অনলাইন

সদর উপজেলার ফতুল্লার থানাধীন পাগলা এলাকায় আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে মাংস ক্রয় করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য পরিচয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশ। আটক প্রতারক আফজাল মিনহাজ সংগ্রাম গাজীপুরের কাশিমপুর থানার লালদিঘী এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।

স্থানীয় মাংস ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, উল্লেখিত ব্যক্তি নিজেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য পরিচয় দিয়ে মানুষ কেন সামাজিক দুরত্ব বজায় রাখে না বলে তার হাতে থাকা লাঠি দিয়ে লোকজনকে মারধর করে। তারপর আমার দোকানে এসে ৫২০ দরে ৬৫ কেজি গরুর মাংস ক্রয় করে। মাংসের টাকা চাইলে না দিয়ে সামনের বুথ থেকে তুলে দিবে ও নিজেকে সেনা সদস্য দাবী করে নানা প্রকার ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে দোকানের সামনে মানুষের ভীড় দেখে পুলিশ এসে লোকটিকে ভুয়া সেনা সদস্য বলে সন্দেহ হলে তাকে আটক করে।

ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত শাহাদাত বলেন, আটক আফজাল মিনহাজ সংগ্রাম নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে মাংস কিনে প্রতারণা করে চলে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ