আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিএনপির ১৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ককটেল

ফতুল্লায় বিএনপির ১৭৮ জন

ফতুল্লায় বিএনপির ১৭৮ জন

নিজস্ব প্রতিবেদক :

নাশকতা ও বিষ্ফোরক দ্রব হেফাজতে রাখার অভিযোগে  বিএনপির ১৭৮ জন নেতাকর্মীর নামে   করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত উক্ত মামলায় ৬ জন আসামীকে আটক দেখানো হয়েছে। পলাতক অপর ১৭২ জন আসামীর মধ্যে ৩২ জন আসামীর নাম উল্লেখ্য করে অন্যান্য ১৩০ থেকে ১৪০ জন আসামীকে অজ্ঞাতনামা দখোনো হয়েছে।

এসআই কাজী এনামুল হক কর্তৃক দায়েরকৃত মামলাটির এজহারে উল্লেখ্য করা হয়েছে, ‘মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ২০ মিনিটে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ফতুল্লা থানার মাহমুদপুর সাধু মাতবর রোড এর মাথায়: ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের উপর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ মিছিল করছে এবং গাড়ি ভাঙচুর করছে। তথ্য নিশ্চিত করতে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে পৌনে ৪ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা দেখেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, রড ও ককটেল নিয়ে মিছিল করছে। জেলার গুরুত্বপূণ সরকারী স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় তারা- নাজমুল ইসলাম, মো: রাকিব হোসেন, মো: আশিকুর রহমান ফাহিম, ইব্রাহীম, মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাত বাঁধন নামের ৬ জন আসামীকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে ১০টি অবিষ্ফোরিত ককটেল, ৩০ টি লোহার রড, ২৭ টি বাশের লাঠি উদ্ধার করা হয়েছে বলেও এজহারে জানানো হয়েছে।

এদিকে পলাতক ১৭২ জন আসামীর মধ্যে ৩২ জনের নাম শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, মো: শাহ আলম, আবুল কালাম আজাদ বিশ্বাস, সেলিম চৌধুরি কমল, এড. মাহাবুব, কাজী আরিফ, নূর মুহাম্মদ, শাহজাহান, কায়েস আহাম্মেদ পল্লব, জাবেদ, শরিফুল ইসলাম মানিক, আবুল হোসেন পায়েল, নিলয়, সোহাগ, সোহেল, মো: মোক্তার হোসেন, মো: আরিফ, স্বপন চৌধুরি, গাজী নূরে আলম, বোরহানউদ্দীন বেপারী, মোসলেমউদ্দীন, ওয়ালীউল্লাহ খোকন, নজরুল, আমিনুল ইসলাম জুয়েল, হাজী আবুল হোসেন, খন্দকার হুমায়ুন, লুৎফর রহমান খোকা, একরামুল কবীর মামুন, রফিক, রুহুল আমিন সিকদার, সাগর সিদ্দীকী, গিয়াসউদ্দীন লাভলু ও এনামুল।

এজহারে প্রথামিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদের কাছে পাওয়া তথ্যের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, মো: শাহ আলম দেশের বাইরে থেকে তাঁদের বিষ্ফোরক দ্রব্য সরবরাহ করে এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আবুল কালাম আজাদ বিশ্বাসকে নির্দেশ প্রদাণ করেছে। ফলে পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত আসামীগণসহ অজ্ঞাতনামা আরও ১৩০ থেকে ১৪০ জন আসামী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলো।

এছাড়া আসামীদের কিছু গাড়ি সেখানে অবস্থান করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িগুলো ধ্রুত প্রস্থান করেছে বলে কোনো গাড়ি আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এজহারের সাথে আসামীদের কাছ থেকে প্রপ্ত জব্দকৃত মূল তালিকা সংযুক্ত করা হয়েছে।