আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় নৌকার মাঝি স্বপন

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। গত ২২ নভেম্বর (সোমবার) রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

তিনি ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আ.লীগের মনোনয়ন পেয়েছেন আল-আমিন সরকার প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ করা হবে ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।