আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীর ৭ বছরের জেল

সংবাদচর্চা রিপোর্ট : ফতুল্লায় মাদক দ্রব্য আইনের একটি মামলায় আক্তার হোসেন (৩০) ও মানিক ওরফে মনির (৩২) নামের দুই ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার (২৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আক্তার হোসেন ও মানিক ওরফে মনির ফতুল্লা বিসিক শাসন গাও এলাকার বাসিন্দা।

রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউট জাসমিন আহম্মেদ জানান, মাদকের একটি মামলায় আক্তার হোসেন ও মানিক ওরফে মনির নামে দুই আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০০৬ সালের ১২ এপ্রিল ফতুল্লা থানাধীন বিসিক এলাকা শাসন গাও মোশারফ হোসেনের হোটেলের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দশ গ্রাম হেরোইনসহ আক্তার হোসেন ও মানিক ওরফে মনিরকে গ্রেফতার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯(১) ধারায় মামলা করেন। এ মামলায় আসামীকে দোষী সাব্যস্থ করে আজ আদালত রায় ঘোষনা করেন।