আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ছোট বোনের মামলায় বড় ভাই শ্রী ঘরে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে মারার অভিযোগে শিমুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই যুবকের ছোট বোন সুমা আক্তার থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক। তিনি জানিয়েছেন, সুমা আক্তার নামে এক নারীর মামলার প্রেক্ষিতে শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামমলায় বলা হয়, পারিপারি সম্পত্তি নিজে এক আত্মসাৎ করতে চেয়েছিল শিমুল। এমন ঘটনার প্রতিবাদ করতে গেলে ছোট বোন সুমা আক্তারকে প্রায়ই সে মারধর করে আসছিল। শিমুলের এমন আচরণ সম্পর্কে স্থানীয়রা অবগত থাকলেও বিষয়টি নিয়ে কোন বিচার শালিস করতে পারবেনা তারা জানিয়ে দেয়।