নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকায় বৃহস্পতিবার ২৫ নভেম্বর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব -১১। অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ ইমতিয়াজ হোসেন ওরফে কালু (৩২) , মোঃ আশিক (৩০)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার ( নারায়ণগঞ্জ) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ ইমতিয়াজ হোসেন কালু ওরফে কালু ফতুল্লার দক্ষিণ নয়ামটি ভাবীর বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে এবং অপর আসামী মোঃ আশিক হবিগঞ্জ জেলার বাহুবল থানার মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।