আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় কাভার্ডভ্যা‌নের ধাক্কায় যুবক নিহত

ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যা‌নের ধাক্কায় সেন্টু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ রোডের নম পার্ক এলাকার সাম‌নে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু মিয়া দাপা ইদ্রাকপু‌রের ব্যাঙ্ক ক‌লোনী এলাকার তারা মিয়ার ছেলে।

জানা যায়, নিহত সেন্টু মিয়া রামারবাগের এক‌টি খামা‌রে কাজ কর‌ত। ঘটনার সকা‌লে সে খামারের জন্য ঘাস কাট‌তে বের হ‌য়। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রো‌ডের নম পার্ক এলাকার সাম‌নে দিয়ে রোড পাড় হবার সময় নারায়ণগঞ্জমুখী ঢাকা মে‌ট্রো ট ১৮-৯২৪৩ কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, `সকালে এক কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছে। চালক বর্তমানে গাড়িসহ আটক রয়েছে এবং লাশ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।`