আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবা হেরোইনসহ গ্রেফতার ২

ফতুল্লা প্রতিনিধি : মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুরিয়া হেরোইনসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (৩২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। সে ঢাকা জেলার পশ্চিম জুরাইন এলাকার আব্দুল খালেকের ছেলে।

অপরদিকে অপর একটি টিম একই রাতে আলীগঞ্জ এলাকা থেকে ১৪০ পুরিয়া হেরোইনসহ সাগর (৩২) নামের অপর মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। সে ফতুল্লার লালপুর এলাকার হাজীর বাড়ির ভাড়াটিয়া মৃত জামাল মিয়ার ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।