আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার ২ ডাকাত রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

নির্মানাধীন ভবনের নৈশপ্রহরী কামালকে বেঁধে গলায় ও হাতে ছুরিকাঘাত করে দুই লাখ টাকার রড লুট করে নিয়ে যায় ছয়জন ডাকাতের একটি দল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে ১ দিনের রিমান্ডে আদেশ দিয়েছে আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামীরা হলেন, ফতুল্লার আলীগঞ্জ এলাকার মো. রহিমের ছেলে রুবেল (২৫) ও ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার সরাফত সরদারের ছেলে আসাদ (৩২)।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে আসামীদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ সেপ্টেম্বর মধ্যরাতে ফতুল্লা থানার দাপা এলাকায় নির্মানাধীন ভবনের ণৈশপ্রহরীকে নৈশপ্রহরীকে বেঁধে গলায় ও হাতে ছুরিকাঘাত করে দুই লাখ টাকার রড লুট করে নিয়ে যায় ৬ সদস্যের একটি ডাকাত দল। পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হলে ২ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানা যায়।