সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহ-জাহান রোলিং মিল এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় অন্তন্ত ৫-৭ জন আহত হয়েছে। আহতরা হলেন , দাপা ইদ্রাকপুর এলাকার মোঃ শফিকুল মিয়ার ছেলে আরিফুল (২০), একই এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মামুন (২৫), ইমন, কাউসার, বিজয়, রাহিম , ইসলাম । ইসলাম যুবলীগ কর্মী। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। গত রোববার (১ মার্চ) রাতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন । তিনি জানান, দুইটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে অভিযুক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা হলেন দাপা ইদ্রাকপুর এলাকার হাদী সুমনের ছেলে দূর্জয় (২১), আবু তাহেরের দুই ছেলে মোঃ আল-আমিন (২২) ও মোঃ তারেক (১৯), একই এলাকার মোঃ রাব্বি ওরফে ভাগিনা রাব্বি (২৭), জয়নাল কন্ট্রাক্টরের ছেলে মোঃ মোস্তফা ওরফে চাঁদাবাজ মোস্তফা (২৫), চিহ্নিত মাদক ব্যবসায়ী রওশন আলীর দুই ছেলে পিয়াস (১৮) ও মোঃ জনি (২৫), একই এলাকার শাওন (১৯), পায়েল (২০), মোঃ আকাশ এবং হবু মিয়ার ছেলে সূর্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, ‘এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, রড ও লাঠি-সোটা নিয়ে শাহ-জাহান রোলিং মিল এলাকায় মহড়া দেয়। এসময় রেললাইনের পার্শ্ববর্তী দোকানপাট থেকে অযৌক্তিক ভাবে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় দোকানপাট ভাংচুর এবং লুটপাট চালায়।
ফতুল্লা মডেল থানার এস.আই আশিষ কুমার দাস জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারামারি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।