নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা প্রেস ক্লাব থেকে ৪জন সাংবাদিক পদত্যঅগ করেছেন।
সোমবার বিকেলে ক্লাবের দপ্তর সম্পাদক রফিক হাসানের হাতে পদত্যাগ পত্র তুলে দেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিছুজ্জামান অনু,সাবেক ক্রীড়া-সাংস্কৃতিক ও পাঠাগার বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ,সদস্য মাহবুবুর রহমান খোকা এবং আরিফুর রহমান।
১৬ এপ্রিল সোমবার পদত্যাগপত্রে তারা পারিবারিক ও ব্যাক্তিগত সমস্যা কারন হিসাবে উল্লেখ করে তারা পদত্যাগ করেন।
তবে এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ওই ৪ সাংবাদিক বলেন, সম্প্রতি ফতুল্লা প্রেসক্লাব নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক দেখা দেয়ায় এবং বৈরী পরিবেশ তৈরী হওয়ায় ক্লাবের কার্যক্রম থেকে তারা পদত্যাগ করেছেন।