আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পাঠাগার সমৃদ্ধিকরণ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পাঠাগার সমৃদ্ধিকরণের উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার ২৪ নভেম্বর  দুপুরে রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের কাছে শতাধিক বই হস্তান্তর করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফাইজুল কবীর, শিক্ষক হারুণ অর রশীদ, আব্দুল আউয়াল, খোরশেদ আলম, হালিমা খাতুন, নিগার সুলতানা রিমা, ফজর আলী, রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাইসুল ইসলাম রাজু, সম্রাট, সৈকত , আফতাব, রিফাত মীর, মারুফ, মীর মাহফুজ প্রমুখ।

রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মো: ফাইজুল কবীর বলেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পাঠাগার সমৃদ্ধিকরণের উদ্যোগ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আমরা এই বিদ্যালয়ের পাঠাগার সমৃদ্ধি করবো। শিক্ষার্থীদের বই পড়তে আমরা উৎসাহ প্রদান করবো।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পাঠাগার রক্ষা এবং সমৃদ্ধি করবো। আমরা সবাই চেষ্টা করবো এই পাঠাগার আধুনিকায়ন করার জন্য। যত ধরণের বই লাগবে আমরা দেবো।