আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সেট লটারীর মাধ্যমে নিধারণ

প্রশ্নপত্রের সেট লটারীর মাধ্যমে নিধারণ

প্রশ্নপত্রের সেট লটারীর মাধ্যমে নিধারণ

সংবাদচর্চা ডটকম:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন,এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। । আর পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করা বাধ্যতামূলক। এতে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা একেবারেই কমে আসবে।

রোববার সচিবালয়ে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সবার ঐক্যবদ্ধ চেষ্টায় আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পরীক্ষাকেন্দ্রের সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।’

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, ‘প্রশ্ন ফাঁস বা ফাঁসের গুজবের কার্যক্রম দেখে প্রতীয়মান হয়, তাদের লক্ষ্য সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও বর্তমান ব্যবস্থাকে বিতর্কিত করা। এর মধ্যে পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে।’

আগামী ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ সব শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই তাদের নিজ নিজ আসনে বসতে হবে। ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসা বাধ্যতামূলক। অনিবার্য কারণে কেউ দেরিতে আসলে রেজিস্ট্রারে তার নাম-ঠিকানা, রোল নম্বর নিবন্ধন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।’

সভায় জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে তা ১৪ মে পর্যন্ত চলবে। ৩০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর ব্যাপ্তিকাল ৪৩ দিন।