আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রভাবশালীদের কারনে আলোর মুখ দেখেনি সোনারগাঁ থানা আ’লীগ

সংবাদচর্চা রিপোর্টঃ
২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর পর দীর্ঘ ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সেই কমিটিতে একজন সহ-সভাপতি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সদস্য পদ খালি রাখা হয়েছিলো। দীর্ঘ সময় অপেক্ষার পর সেই সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির আত্ম প্রকাশ ঘটে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সূত্রে জানা যায়, জেলা ও মহানগর আওয়ামী লীগের যে কমিটি বিদ্যমান রয়েছে এই কমিটি হওয়ার পিছনে কেন্দ্রের কিছুটা হস্তক্ষেপ থাকে। উপরোক্ত কমিটির বিশেষ পদগুলোতে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের সিলেকশন করা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাওয়ার এই কমিটি দ্বারাই জেলার বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়ে থাকে। সে সকল কমিটির বিষয়ে কেন্দ্র থেকে তেমন কোন হস্তক্ষেপ করতে দেখা যায়না।

এরি মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা কমিটির বিষয়ে অনুসন্ধান করলে জানা যায়, নারায়ণগঞ্জের থানা পর্যায়ে কমিটি গুলো এখনো ভারপ্রাপ্ত দ্বারা পরিচালিত হয়ে আসছে। যার মধ্যে অন্যতম সোনারগাঁ থানা আওয়ামী লীগ। দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানা আওয়ামী লীগ ভারপ্রাপ্তদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সামছুল ইসলাম ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহফুজুর রহমান কালাম। এড. সামছুল ইসলাম ভূঁইয়া ও মাহফুজুর রহমান কালাম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদে আশিন রয়েছেন।

সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা জানান, দীর্ঘ দিন ধরে একটি কুচক্রি মহলের প্রচারনায় সোনারগাঁ থানা আওয়ামী লীগের কমিটির আত্ম প্রকাশ ঘটছে না। বর্তমানে যারা ভারপ্রাপ্তের দায়িত্বে রয়েছেন বিগত সময় তাঁরা চাননি এই থানা কমিটিটি পূর্ণাঙ্গ রূপে গঠিত হক। একটি বিশেষ মহলের লবিংএ এমনটা ঘটে থাকতে পারে।

সোনারগাঁ থানা আওয়ামী লীগের কমিটি না হওয়ার বিষয়ে অত্র থানার ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সংবাদচর্চাকে জানান, সোনারগাঁ থানা আওয়ামী লীগের কমিটিটি বাস্তবায়ন না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। যেহেতু জেলা আওয়ামী লীগ হয়েছে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিলর অতি শিঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু কেন্দ্রীয় কাউন্সিলের আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে। অচিরেই নারায়ণগঞ্জ সোনারগাঁ আওয়ামী লীগ সহ জেলার অন্যন্য থানা আওয়ামী লীগের কমিটির বিষয়ে কাজ শুরু করা হবে।

অপর দিকে থানা আওয়ামী লীগের কমিটির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর পরিবারের একজন সদস্য জানান, তিনি অসুস্থ্য। ডাক্তার তাঁকে পূর্ণাঙ্গ বিশ্রামের থাকার পরামর্শ দিয়েছে সেহেতু সে কথা বলতে পারবেন না বলে জানা যায়।

গত একদাশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোনারগাঁ-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত। ৩০ ডিসেম্বরের তথা ভোটের আগে দিন কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেন। সোনারগাঁ থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা নাম না প্রকাশ করার শর্তে কায়সার হাসনাতকে উদ্দেশ্যে করে এই প্রতিবেদককে বলেন, তিনি এক সময় এই এলাকার একজন সংসদ সদস্য ছিলেন। তারঁ সময়ে সোনারগাঁ থানা আওয়ামী লীগ চাঙ্গা ছিলো। তিনি চাইলে হয়তো এতো দিনে সোনারগাঁ থানা আওয়ামী লীগের কমিটিটি গঠন হয়ে যেতো। তবে কি কারনে অদ্যবদি কমিটি বাস্তবায়ন হয়নি তা কারোরি জানা নেই।

সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর সংযোগটি পাওয়া যায় নি।