আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চনপাড়ায় দুঃস্থরা পেল খাদ্য

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় দুঃস্থ ও হতদ‌রিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি এবং গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়‌নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি রুমা রহমান, সাধারন সম্পাক শা‌কিলা আক্তার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তারসহ অ‌নে‌কে উপস্থিত ছিলেন।