আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী রূপগঞ্জের সুনাম অক্ষুন্ন রেখেছেন : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের সুনাম অক্ষুন্ন রেখেছেন। তিনি রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ থেকে  আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমি তার জন্য রূপগঞ্জবাসির পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা কে জানাই ধন্যবাদ।

তিনি বলেন, মুড়াপাড়া ইউনিয়নে সর্বকালেরর সেরা উন্নয়ন হয়েছে। মুড়াপাড়া জমিদার বাড়ির কলেজ কে বঙ্গবন্ধুর কন্যা সরকারি করেছেন। সরকারিকরণ হয়েছে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। নির্মিত হয়েছে শীতলক্ষ্যা সেতু।

সোমবার (২০ মে) মুড়াপাড়া সরকারি কলেজে বীর প্রতীক গাজী অডিটরিয়ামে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, রূপসী কাঞ্চন রাস্তার জন্য আমি ৪ বছর যাবত লড়াই করছি। বিশ্ব ব্যাংকের কাছে গেছি। সীমিত টাকার জন্য আমরা এতদিন রাস্তা করতে পারছি না। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে একশ ২৫ কোটি টাকার রাস্তাটি নির্মানের টেন্ডার হবে ।

তিনি বলেন, প্রত্যেকটা মসুলমান কে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। ইসলাম শান্তির ধর্ম এখানে কোন জঙ্গি মাদক সন্ত্রাসীদের স্থান নেই।

ইফতার মাহফিলে দেশে ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আজমত আলী,হায়দার আলী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মহিলা মেম্বর রেহানা, লাভলী মানিকসহ অনেকে।

এছাড়া ইফতার পার্টি আয়োজনের জন্য গোলাম দস্তগীর বীর প্রতীক সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।