আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে একটি অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে ডেমরা ও আদমজী ইপিজেডের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়।
মঙ্গলবার সকাল পৌনে ৭টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সুপার অয়েল রিফাইনারি লিঃ নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই প্রতিষ্ঠানের ভোজ্য তেল রিফাইনারের একটি মেশিন পুড়ে যায়। এসময় বিপুল পরিমান তেলও পুড়ে যায়।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, সকাল পৌনে ৭টায় আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেই সময় আদমজী ফায়ার ষ্টেশনেরও দু’টি টিম আমাদের সাথে যোগ দেয় আগুন নিয়ন্ত্রনের জন্য। পরে আধাঘন্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আগুন লাগার কারণ হিসেবে এই কর্মকর্তা জানান, তেল রিফাইনারের মেশিনের গি¬সার ফিলটারের মোটরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এতে করে ওই রিফাইনারি মেশিনটিসহ বিপুল পরিমান তেলও নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দাবী করছে ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আমাদের ধারণা ক্ষতির পরিমাণ এতো হবে না। বাকিটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে আসলে ক্ষতির পরিমান কতো।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিনিয়ল ডিজিএম মাহবুবুল আলমের মোবাইলে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন। পরবর্তীতে আবারও তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।