আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিপক্ষবিহীন নির্বাচনে জয়ী আওয়ামী প্যানেল

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেয়া একমাত্র আওয়ামী লীগ সমর্থিত প্যানেল এককভাবে জয়ী হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে আদালত পাড়ায়।

নির্বাচনে আইনজীবী সমিতির ৯২২ ভোটের মধ্যে ৬৩২ ভোট কাস্ট হয় বলে জানায় ইসি কমিশনার। এর ভেতর যার প্রায় সব ভোটই পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

নির্বাচনে বিজয়ী আওয়ামী প্যানেলের ১৭ জন হচ্ছেন, সভাপতি পদে বিজয় হয়েছে মহসিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরুণ চন্দ্র দে, ট্রেজারার পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে আবুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে রাশেদ ভুঁইয়া, সাহিত্য সম্পাদক পদে ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক পদে হাসিব উল হাসান রনী এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া।

এছাড়া কার্যকরী সদস্যরা হচ্ছেন, আসাদুল্লাহ সাগর, আজিম ভুঁইয়া, কামরুল হাসান, দেলওয়ার হোসেন ও কামরুন নেসা।

গত ১২ জানুয়ারি নির্বাচনটির তফসিল ঘোষণার পর ১৭ পদের বিপরীতে বৈধ হয়েছিল তিন প্যানেলের মোট ৫১ জন প্রার্থী। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত তালিকায় স্থান পায় আওয়ামী লীগ-বিএনপি থেকে ১৭টি করে ৩৪ প্রার্থী ও আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী। কিন্তু ভোট গ্রহণের একদিন আগে আওয়ামীলীগের ১৭ প্রার্থী ছাড়া বাকি সকলেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয়। ফলে বুধবার ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে মোহসীন-মাহবুব প্যানেলের প্রার্থীরা ছাড়া কোন প্রার্থীকেই দেখা যায়নি নির্বাচনের মাঠে।

এদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর নতুন সভাপতি এডভোকেট মোহসীন মিয়া বলেন, গতকাল বিএনপি পন্থিরা তাদের পরাজয় নিশ্চিত জেনে একদিন আগেই সকলের স্বাক্ষর নিয়ে ভোট বর্জন করেছেন। আর সম্পূর্নই একটি নাটক সাজিয়েছে তারা। মুজিববর্ষে এ জয়ের অনুভুতি ব্যাখ্যা করার মতো নয়।

এসএএস/এসএমআর