ইন্দুরকানীতে জমি চাষ না করায় ট্রাক্টর জ্বালিয়ে দিল প্রতিপক্ষ
পিরোজপুর প্রতিনিধি ॥ ইন্দুরকানীতে জমি চাষ না করায় এক কৃষকের ট্রাক্টর জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। জানা যায়, সোমবার রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের আবু হানিফ খানের ট্রাক্টরে আগুন দিয়ে প্রতিপক্ষ একই গ্রামের আঃ রশিদ খান ও তার ছেলে আলিম খান পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আবু হানিফ খান দেখে ফেলে ।
ট্রাক্টরের মালিক আবু হানিফ খান জানান,পার্শ্ববর্তী আঃ রশিদ খানের জমি চাষ না করায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে আঃ রশিদ খান ও তার ছেলে আলিম খান ট্রাক্টরের চাকায় আগুন দেয়। আগুন দেখে আমি ছুটে আসলে আমি আঃ রশিদ খান ও তার ছেলে আলিম খানকে দৌড়ে পালিয়ে যেতে দেখি।