নবকুমার:
মহাসমারোহে প্রগতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নিউটাউন গুতিয়াব এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রগতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে ক্রেস্ট প্রদান করা হয়েছে।