আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেঁয়াজের মূল্য না থাকায় ৩ দোকানদারকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মতে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে শহরের দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পেঁয়াজের মূল্য তালিকা না টানানোর অপরাধে ৩ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার সকালে নগরীর দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও ফারজানা আক্তার ।

এসময় অভিযানে তাদের সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শাহজাহান হালদার এবং বাংলাদেশ পুলিশ। তবে জরিমানার পাশাপাশি পার্শ্ববর্তী অন্যান্য দোকানদারকে পণ্যের মূল্য বেশি না রাখার জন্য সতর্ক করা হয় । এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।

জলো প্রশাসক নারায়ণগঞ্জ মহোদয়রে নর্দিশেনা মতে পঁেয়াজরে মূল্য নযি়ন্ত্রণে আজ শহররে দগিু বাবুর বাজারে মোবাইল র্কোট পরচিালনা করা হয় । এ অভযিানরে সময় তনিটি দোকান কে মোট ১২ হাজার টাকা জরমিানা করা হয়। পঁেয়াজরে মূল্য তালকিা না টানানোর জন্য এই জরমিানা করা হয়। এ অভযিান পরচিালনা করনে এক্সকিউিটভি ম্যাজস্ট্রিটে জনাব আসমা সুলতানা নাসরনি ও জনাব ফারজানা আক্তার । এই অভযিানে সহযোগতিা করনে ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তররে শাহজাহান হালদার এবং বাংলাদশে পুলশি।

র্পাশ্বর্বতী অন্যান্য দোকানদারকে পণ্যরে মূল্য বশেি না রাখার জন্য সর্তক করা হয় । এ অভযিান নযি়মতি পরচিালনা করা হবে বলে এক্সকিউিটভি ম্যাজস্ট্রিটে জানান। আর-বি